রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজউদদীন মৃধা পাড়ায় পল্লী বিদ্যুতের ছিঁড়েপড়া তারে স্পৃষ্ট হয়ে মো. আব্দুল মালেক মোল্লা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মালেক মোল্লাচর দৌলতদিয়া তমিজ উদ্দিন মৃধারপাড়া খালেক মোল্লার ছেলে। মালেক মানসিক প্রতিবন্ধী ছিল। শুক্রবার (৮ নভেম্বর) এ ঘটনা ঘটে।
মৃত মালেকের ভাই মো. আব্দুল কাদের মোল্লা ও স্থানীয়রা জানান, শুক্রবার (৮ নভেম্বর) ভোরের দিকে তারা ওই এলাকার পথের পাশদিয়ে পল্লী বিদ্যুতের লাইনের ছেঁড়া তার পড়ে থাকতে দেখে বিদ্যুৎ অফিসে মোবাইল ফোনে জানান। তারা বিদ্যুতের সংযোগ লাইন বন্ধ না করে স্থানীয়দের শতর্ক থাকতে বলেন।
ভারসাম্যহীন মালেক বুঝতে না পেরে বিদ্যুতের তার স্পর্শ করলে তার মৃত্যু হয়। এরপর সকাল সাড়ে ৮টায় বিদ্যুৎ অফিসের লোকজন এসে মৃত মালেকের লাশ বিদ্যুতের তার থেকে সরিয়ে নেয়। ওই এলাকার শিক্ষক শাহাদাত হোসাইন বলেন, আমি পথের কাছে বিদ্যুতে তার পড়ে থাকতে দেখে সকাল ৬টায় বিদ্যুৎ অফিসে মোবাইলে জানিয়েছিলাম।
গোয়ালন্দ উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, বিদ্যুতের লাইনের ছিঁড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে এক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যুর খবর আমি শুনেছি। তবে অফিসের দায়িত্বে থাকা কোনো লোকের গাফিলতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টিএইচ